সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ১ই জানুয়ারী বিকালে রাজবাড়ী শাখা কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে রাজবাড়ী সাউথ ইস্ট ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াউর রহমান, এক্সিকিউটিভ অফিসার(এমও) মাসুরা আক্তার, অফিসার মোঃ নাদের হোসেন, মুহাম্মদ আসাদুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ খালিদ হাসান, জেও (ক্যাশ) বিনোদ কুমার সরকার, রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার জাবেদ হোসেন, এও (ক্যাশ) তাজমারি মতিন, মেসেঞ্জার মোঃ রেজাউল ইসলাম, ব্যাংকের গার্ড মোঃ আব্দুস সালাম, আবু বকর সিদ্দিক ও সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ভাজনচালা মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুল ইসলাম।