রাজবাড়ীতে শীতের রাতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল ও ফল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল ১লা জানুয়ারী রাতে শহরের বেড়াডাঙ্গায় তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং রাজবাড়ী দারুল উলুম সিদ্দিকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মঝে এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল ও ফল বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।