বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল ১লা জানুয়ারী রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বিকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে বাজার প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে শোভাযাত্রায় রাজবাড়ী সদর উপজেলাসহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী পৌর ছাত্রদলের সহ-সভাপতি সজিব শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন বক্তব্য রাখেন।
শোভাযাত্রার আগে আজাদী ময়দানে ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এডভোকেট কামরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই ছাত্রদল গঠিত হয়েছিল। ২০২৪ সালে ছাত্র জনতার হাতে এই খুনি, ভোটচোর, লুটকারী, দুর্নীতিবাজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের গুম, হত্যা, মিথ্যা মামলায় জেলে রেখেছিল। আমরা এমন বর্ণাঢ্য আয়োজনে এতো বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য শিক্ষার্থীদের ৩১ দফা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসমুক্ত থাকুক। আমরা চাই ছাত্রলীগের মতো রাজনীতিতে ফিরে না যাই। আমরা চাই অস্ত্রের ঝনঝনা থেকে মুক্ত থাকা। প্রশ্ন ফাঁস না হওয়া, নকল থাকবে না, দুর্নীতি থাকবে না। ফাঁস হওয়া প্রশ্নে ডাক্তার না হওয়া। ছাত্রদল কখনো শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যায় না। ছাত্রদল কখনো সিট বাণিজ্য করে না। ছাত্রদল কখনো ক্যাম্পাসে সন্ত্রাসী করে না। আমি আমার ছাত্রদলের নেতাকর্মীদের বলি কেউ অনৈতিক কাজে জড়াবেন না। জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি ভাই ও রাজবাড়ীবাসী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজবাড়ী জেলাকে শান্তিতে রাখবো। একে অপরে মিলেমিশে কাজ করব। ধনী-গরীব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই মিলেমিশে থাকবো। এই শহরে ধর্ম নিয়ে কোন হানাহানি থাকবে না। একে অপরের সাথে কখনো বিবাধে লিপ্ত হব না। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রদল যেমন পাশে থেকেছে তেমনি সকল মানুষের পাশে থাকবো।