ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১০ ১৪:৪৮:০১

ফারুক উদ্দিনকে সভাপতি ও মোঃ আশফাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের(আরডিএ’র) দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) কমিটি গঠন করা হয়েছে।

 গতকাল ১০ই জানুয়ারী বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বিতর্ক কর্মশালা ও সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

 কমিটির অন্য সদস্যরা হলেন ঃ সহ-সভাপতি তারিক ইবনে হাসান শামস, রাকিবুল ইসলাম হৃদয়, সাদ আহমেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় সাহা নীল, নুশরাত নাসির বুশরা, সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম, মুজাহিদ ইসলাম, প্রচার সম্পাদক আবির হাসান, সহ-প্রচার সম্পাদক রাজিয়া সুলতানা, অর্থ সম্পাদক আফরাজুর রহমান রাহাত, সহ-অর্থ সম্পাদক ইমতিয়াজ আরেফীন সৌরভ, দপ্তর সম্পাদক হামী হাসনাইন হাসান, সহ-দপ্তর সম্পাদক নাহিয়ান আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক নাসরিন সুলতানা নাজিয়া, সহ-প্রকাশনা সম্পাদক দিয়া চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সুপ্ত সাহা, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মুস্তাকিম কবির, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাশমিয়া হৃদিতা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক সাহারা হোসেন ইতি, কর্মশালা সম্পাদক ফেরদৌস খান ফেয়ার, সহ-কর্মশালা সম্পাদক সৌদামিনী জাহান, সহ-কর্মশালা সম্পাদক তাসনিম রহমান, প্রশিক্ষণ সম্পাদক অনামিকা আজাদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক লুকাইয়া বিনতে সাদিয়া, অনুষ্ঠান সম্পাদক নাহিয়ান মাইরোজ নেহা, সহ-অনুষ্ঠান সম্পাদক খোন্দকার তাহমিদ আহম্মদ সিয়াম ও ইংরেজী বিতর্ক সমন্বয়ক জান্নাতুল ইসলাম নাফিজা এবং কার্যকরী সদস্যরা হলো মুবতাসিন ফুয়াদ অলিন্দ, মোঃ নাঈমুজ্জামান আপন, মাইশা আনজুম ঐশী, জান্নাতুল জামান ঐশী, ইশরাত জাহান লামিয়া, তাসনিম রহমান মিয়া, সানজিদ আহমেদ সাজিদ, মেহের আফরোজ মিথিলা ও ইফরাত জামান।

 এছাড়াও একই সাথে স্কুল প্রতিনিধি গঠন করা হয়েছে। তারা হলো- মোনালিসা(ইয়াছিন উচ্চ বিদ্যালয়), মাঈশা আনজুম(ইয়াছিন উচ্চ বিদ্যালয়), ইমতিয়াজ রহমান শুদ্ধ(রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়), জোবায়ের হাসান অলি(রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়), শিফা আক্তার তাসমী(রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়), তানিশা চৌধুরী(রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়)।

 

যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
 রাজবাড়ী উদীচীর দ্বাদশ সম্মেলনে সভাপতি শংকর-সম্পাদক এজাজ
সর্বশেষ সংবাদ