ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
দৌলতদিয়া ফেরী ঘাটে ৭টির মধ্যে ৫টি ঘাটই বন্ধ॥সৃষ্টি হচ্ছে ফেরীজট
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-১১ ১৪:১৬:৫২

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঘাট সংকটে ফেরীজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্বাভাবিকভাবে ফেরী চলাচল ও যানবাহন পারাপারে সাময়িক ভোগান্তি হচ্ছে। 
 গতকাল ১১ই জানুয়ারী  দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, দৌলতদিয়ায় ৪নং ঘাটে ফেরীতে যানবাহন লোড আনলোড করছে। এ সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরীটি পাটুরিয়া হতে যাত্রী ও যানবাহন বোঝাই করে এসে কাছাকাছি থেমে রয়েছে। এক পর্যায়ে ঘাট না পেয়ে ফেরীটি বন্ধ থাকা ৫নং ঘাটের পন্টুনের কাছে অপেক্ষা করতে থাকে।
 জানা গেছে, দৌলতদিয়ার ৭টি ফেরী ঘাটের মধ্যে ১, ২, ৫ এবং ৬ নং ঘাট নদী ভাঙ্গনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। ৩, ৪ ও ৭ নং ঘাট দিয়ে বর্তমানে ফেরী পারাপারের কাজ চলছিল। 
 গতকাল ১১ই জানুয়ারী সকাল হতে ৭নং ফেরী ঘাটের পুরাতন পন্টুনটি সরিয়ে সেখানে নতুন একটি পন্টুন স্থাপনের কাজ শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে সকাল সাড়ে ১০টা হতে ওই ঘাটটি বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে করে এখানে মাত্র ২টি ঘাট দিয়ে যানবাহন পারাপারের কাজ চলতে থাকে সকাল হতে। ফলে ঘাটে ফেরীজটের সৃষ্টি হচ্ছে। 
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, পন্টুন পরিবর্তন করাতে আমাদের কোন সমস্যা হচ্ছে না। আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে ৭নম্বর ঘাটের পরিবর্তন করা হচ্ছে। আশা করছি সন্ধ্যার আগেই নতুন পন্টুন বসানোর কাজ শেষ হবে এবং ঘাটটি সচল হয়ে যাবে।
 এ বিষয়ে বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ৭নং ঘাটের পন্টুনটি দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়ায় সেটাতে কিছু জরুরী সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। এ জন্য এখান থেকে পুরাতন পন্টুনটি সরিয়ে পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি সেখানে থাকা বিআইডব্লিউটিসির একটি নতুন পন্টুন এখানে এনে পুনঃস্থাপনের কাজ চলমান আছে। দ্রুততম সময়ের মধ্যে পন্টুনটি পুনঃ স্থাপন হয়ে যাবে বলে আশা করছি।

 

পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
কালুখালীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ