ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ইমরান হোসেন নূর বলেছেন, আমরা দেখেছি বিগত সময়ের যে ক্ষমতাশীল দলগুলো এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে সেই দলগুলো শিক্ষার্থীদের সংগঠন গুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে। সেই ছাত্র সংগঠন গুলো ক্ষমতাশীল দলগুলো ক্ষমতাশীল হিসেবে ব্যবহার করেছে। তারা বিভিন্নভাবে মূল দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করেছে। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না করে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পড়ার পরিবেশ না করে বিভিন্নভাবে তাদের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে।
গতকাল ১১ই জানুয়ারী বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরান হোসেন নূর বলেন, ৩৪ বছরে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের মধ্যে আমাদের যে কার্যক্রম, আমাদের যে গতিবিধি, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য ক্যাম্পাসে সুষ্ঠ শিক্ষা নিশ্চিত করার জন্য, ভাই ও বোনদের সুষ্ঠু অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এই কাজের ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন নেতাকর্মীর নামে আজ পর্যন্ত কোন হল দখল, চাঁদাবাজি টেন্ডার বাজি, মাদক, খুন, গুম, ধর্ষণের কোন অভিযোগ নেই।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রীরা কোটি কোটি টাকা দেশ থেকে লুট করেছে, পাচার করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে নতুন করে আর যেন স্বৈরাচার এদেশে আসতে না পারে। এজন্য আমাদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীরা দেশপ্রেমের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মানবতার ব্যাপারে কোন ছাড় দেয় না। এই জালিম স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ এ দেশের রাজনীতির পরিবেশ নষ্ট করে গিয়েছে। আমরা নতুন করে আমার দেশের রাজনীতি, আমার দেশের সমাজ, আমার দেশের রাষ্ট্র নতুন করে গড়তে চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই হাত পাখার প্রতীক নিয়ে যে প্রার্থী দিবেন রাজবাড়ীতে, আগামীর বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব চরমোনাই হাতকে শক্তিশালী করার জন্য, আগামীর বাংলাদেশে ইসলামকে সংসদে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি অর্থ দিতে হয়, আমাদের যদি শ্রম দিতে হয় রাজবাড়ী থেকে তা দিতে প্রস্তুত রয়েছি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আঃ রহমান সোহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ বক্তব্য রাখেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে মধ্যে ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আবু ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান গিফারী, সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ, ইসলামিক শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, জেলা মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ আবু সাঈদ তায়ৈবী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিলন, জেলা তরুণ আলেম ফরিদ ইবনে জামাল, কুরআন শিক্ষা বোর্ড রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ আলিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রহমতুল্লাহ নোমান, সরকারী কলেজ শাখার সদস্য সচিব ঈমন মাহমুদ, সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা রোহান, গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বালিয়াকান্দি উপজেলার সভাপতি আবু জর ইসলাম সোহেল ও পাংশা উপজেলার সহ-সভাপতি আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ইমরান হোসেন নূর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আবু রায়হান, সহ-সভাপতি হিসেবে রহমতুল্লাহ আল নোমান ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন তিনি।