রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ডিবির চেকপোস্টে ২৯ বোতল ফেনসিডিলসহ ইসমাইল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ইসমাইল যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গত ১৩ই জানুয়ারী বিকাল ৫টার দিকে ডিবি এসআই রফিকুল ইসলাম লিটন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের খানখানাপুরে হযরতের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে এ কে ট্রাভেলস যাত্রীবাহী বাস থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই রফিকুল ইসলাম লিটন জানান, গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে।