ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৫ ১৪:৫১:৪০

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 গত ১৪ই জানুয়ারী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

 জানা গেছে, তারুণ্যের উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৬টি স্টল প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল, কৃষি বিপ্লব, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা, সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি কর্মসূচি পরিদর্শন করা হয়। এছাড়া স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি, জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্রসহ বিভিন্ন বিষয় তুলে ধরে।

 উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, প্রতাপ মন্ডল, মোঃ সিয়াম, রইচ উদ্দিন, মাহফুজা খানম ও শিল্পী বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এই তারুণ্যের শক্তিরা লেখাপড়ার পাশাপাশি নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমাজ তথা রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণেরা লেখাপড়া শেষ করে চাকুরীর জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের উপর আত্মনির্ভরশীল হয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে। যার ফলে দেশে বেকারত্বের অভাব অনেকটা হ্রাস পাবে।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান ও আনন্দের সময় হলো তারুণ্য। তাই এই মূল্যবান সময় তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগানো উচিত। নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব তাদেরই। নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। উৎসবটি তারুণ্যের মেধা ও উদ্যোগকে একত্রিত করে নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে অবদান রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক উদাহরণ হয়ে থাকবে।

 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ