রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল ১৫ই জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসা, ড. কাজী মোতাহার হোসেন কলেজ, পাংশা সরকারী কলেজ, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমী, কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়, হাবাসপুর কাশিমবাজার রাজ (কে.রাজ) উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, বাগদুলী উচ্চ বিদ্যালয় ও পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্পের স্টল পরিদর্শন করেন।
পাংশার সদ্য বদলী হওয়া এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।