ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালীতে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা॥থানায় মামলা
  • চঞ্চল সরদার
  • ২০২০-১১-০১ ১৫:২৯:৫৭

॥॥ রাজবাড়ী কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাওইখোলা গ্রামের ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে(৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৩১শে অক্টোবর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

  মামলায় একই গ্রামের (বাওইখোলা) জলিল ফকিরের ছেলে মাসুদ ফকির (২৭)কে আসামী করা হয়েছে। 

  ভিকটিম কন্যা শিশুর পিতা জানান, গত ৩১শে অক্টোবর বিকালে লম্পট মাসুদ ডিম ভাজার জন্য ঘর থেকে কাঁচা মরিচ আনতে বলে তার মেয়েকে কৌশলে ঘরের মধ্যে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে মাসুদ দৌড়ে পালিয়ে যায়। আমরা ওর কঠিন শাস্তি চাই।

  কালুখালী থানার ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ