সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে রাজবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই জানুয়ারী বাদ জোহর জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জেলা শাখার আয়োজনে শহরের অনুপম সুপার মার্কেটে সংগঠনটির জেলা কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজবাড়ী জেলা শাখার সদস্য ও রাজবাড়ী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বাপ্পী, এম এ আজিজুল মোল্লা, এমএ তারেক পলিন, মোঃ সোহেল রানা, মোঃ রেজাউল ইসলাম, মোঃ মোকাররম হোসেন, হেমায়েত হোসেন জিন্নাহ, মোঃ জহুরুল ইসলাম, মোহাম্মদ রানা পারভেজ, হীরা রানী সাহা, সাজনিন অনন্যা, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শহিদুল ইসলাম।