ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-১৬ ১৫:০৮:১৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৬ই জানুয়ারী সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “হার পাওয়ার” প্রকল্পের আওতায় আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

 পাংশা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা আইসিটি অফিসার তপু কুমার দেবনাথ।

 সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন এবং হার পাওয়ার প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার সুবর্ণা নাসরিন ও ডিজিকন লিমিটেডের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ