রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ১৬ই জানুয়ারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহীদ রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকার আব্দুল গণির পরিবারের সাথে সাক্ষাৎ করে সাথে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তিনি শহীদ আব্দুল গণির পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ফল উপহার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ পলাশ এ সময় উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।