ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বসন্তপুরে মডার্ণ হারবাল গ্রুপের কর্মীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৮ ১৪:৫১:১৪

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে মডার্ণ হারবাল গ্রুপের কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৮ই জানুয়ারী দিনব্যাপী বসন্তপুর স্টেশন বাজারে মডার্ণ হারবাল গ্রুপের স্থানীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেন মডার্ণ হারবাল গ্রুপের ডায়মন্ড প্লাটিনাম স্টার (ডিপিএস) ও প্রশিক্ষক মোঃ সোহেল রানা।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মডার্ণ হারবাল গ্রুপের প্লাটিনাম স্টার(পিএস) মোক্তার হোসেন খান, ফিরোজ আহম্মেদ, ব্রঞ্চ স্টার মোঃ সোলায়মান, স্থানীয় সমাজসেবক মোঃ আইয়ুব আলী ফকির ও বসন্তপুর স্টেশন বাজার কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক(নান্নু মিয়া)।

 এতে সভাপতিত্ব করেন মডার্ণ হারবাল গ্রুপের গোল্ড স্টার(জিএস) ও বসন্তপুর কার্যালয়ের প্রধান ডাঃ মোঃ জিয়াউর রহমান বাটলার।

 এ প্রশিক্ষণে মডার্ণ হারবাল গ্রুপের দেড় শতাধিক নারী ও পুরুষ কর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে গ্রুপের বিভিন্ন পদবী অর্জনকারী কর্মীদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্মিলিত  প্রচেষ্টায় রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে হবে------জেলা প্রশাসক
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত
সর্বশেষ সংবাদ