বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব দ্বাদশ সম্মেলন উদ্বোধন করেন।
উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদীচী কার্যালয় থেকে বের হয়ে রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর শংকর চন্দ্র সিনহা’র সভাপতিত্বে অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন ও মহিলা পরিষদের সাবেক সভাপতি সমিতা চন্দ্র ভৌমী বক্তব্য রাখেন।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুস ছামাদ মিয়া, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য ধীরেন্দ্র নাথ দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ, সদস্য ফকির শাহদাত হোসেন, নেহাল আহমেদ ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী।
সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। এ সময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব বলেন, উদীচী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। একটি আদর্শ সংগঠন। আজ পর্যন্ত যতটা সংগ্রাম হয়েছে প্রতিটা সংগ্রামে উদীচী পাশে ছিল। উদীচীর জন্মলগ্ন থেকে অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। উদীচী নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে, মানবতার পক্ষে কাজ করে।
তিনি আরও বলেন, উদীচী গণমানুষের সংগঠন। এই সংগঠন গণমানুষের সংস্কৃতি চর্চা করে। গণ মানুষের ভেতর থেকে আমরা উদীচীর কর্মী বের করি, গণ মানুষের ভেতর থেকে আমরা সদস্য খুঁজি। উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে প্রফেসর শংকর চন্দ্র সিনহা এবং এজাজ আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন তিনি।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলো ঃ সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, কাজী শামসুল ইসলাম, কবিতা চন্দ গুহ, ফকির শাহাদত হোসেন, এডঃ বাবন চক্রবর্তী, ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, গৌতম কুমার বসু, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জব্বার, ধীরেন্দ্র নাথ দাস, সোমা কর্মকার, উত্তম দাস, কনা রাণী দাস, আব্দুল হালিম বাবু, সদস্য ডাঃ সুনীল কুমার বিশ্বাস, আঃ রহমান খান, আওয়াল মোল্লা, শর্মী সরকার, মলীনা পারভীন, আফরোজা নাহার ডলি, তুহিন চৌধুরী, গৌতম সরকার, ফয়সাল শেখ, ফিরোজা খাতুন। এছাড়া ২জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।