রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭)।
গতকাল ১৮ই জানুয়ারী সকালে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বাকী বিল্লাহ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে মদাপুর ইউনিয়ন ফুটবল টিম কালিকাপুর ইউনিয়ন ফুটবল টিমকে ২-১ গোলে পরাজিত করে।