ঢাকা সোমবার, জুলাই ২৮, ২০২৫
রাজবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৯ ১৪:২৫:৪৮

 মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ১৯শে জানুয়ারী বিকালে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা। 

 আলোচনা সভায় রাজবাড়ী পৌরসভার সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারন-অর-রশীদ, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমান, জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন ভালো শাসক। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।

 বক্তারা আরো বলেন, জিয়াউর রহমান বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন। তিনি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে তিনি কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব, সেচ ব্যবস্থা আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারী সহায়তার সমন্বয় ঘটিয়ে খাল খনন ও পুনঃখনন করেন।  

 আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা এজাজ আহম্মেদ।

 
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারের নির্দেশ
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহে কৃষক আমজাদকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ