রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা গতকাল ২০শে জানুয়ারী সকাল ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে ও নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নাহিদ আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, দৈনিক কালেরকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক মানবজমিনের মোঃ শহিদুল ইসলাম হিরন, বাংলাদেশ প্রতিদিনের দেবাশীষ বিশ্বাস, দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি মোঃ সোহেল রানা, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মোঃ কবির হোনে, দৈনিক সোনালী কণ্ঠের জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম মিঠু, বিজয় টিভির প্রতিনিধি শেখ মামুন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক ও দৈনিক তৃতীয়মাত্রার সাংবাদিক শেখ রনজু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, চ্যানেল ২৪ এর নিজস্ব প্রতিনিধি সুমন বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, দৈনিক মাতৃকণ্ঠের রিপোর্টার সুজন বিষ্ণু, দৈনিক জনতার আদালতের এজাজ আহমেদ, আলোকিত বাংলাদেশের সাংবাদিক কামাল হোসেন, ভোরের আকাশের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হালিমসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাংবাদিকদের প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। রাজবাড়ী জেলায় পোস্টিং হবার পর প্রথম ফোনগুলো আমি সাংবাদিকদের কাছ থেকেই পেয়েছি। এটা নিঃসন্দেহে আপনাদের আন্তরিকতার পরিচয়। আমাদের শিক্ষা জীবন থেকেই জেনে আসছি সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ হিসেবে কাজ করে। আমাদের রাজবাড়ী জেলায় প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে যে সংবাদ গুলো ঘটবে আমাদের নজরে আনা দরকার। আমার আন্তরিক প্রত্যাশা থাকবে আপনারা সেগুলো আমাদের নজরে আনবেন। অত্যন্ত সুনামের সাথে আপনারা কাজ করেন। সমাজের অসঙ্গতি গুলো আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আমি আরও আন্তরিকতার সাথে প্রত্যাশা করবো জেলা প্রশাসনের গোচরে যে জিনিসগুলো আনা দরকার আপনারা আন্তরিকভাবে আমাদের সেই সহযোগিতাটা করবেন।
তিনি আরও বলেন, আমার চাকুরী জীবনে আমি ২০০৮ সালে যোগদান করেছি। গত জুলাই-আগস্টে আমাদের ছাত্র সমাজ ও তরুণরা যে পরিবর্তনটা করেছে তাতে করে অবশ্যই আপনারা জানেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কর্তৃপক্ষ দেখে যাচাই-বাছাই করেই যারা অনেস্ট তাদেরকে জেলা প্রশাসন হিসেবে পদায়ন করা হয়েছে। শুধু জেলা প্রশাসক হিসেবে না প্রতিটি ডিপার্টমেন্টেই। আমরা আমাদের পরিবারগুলো ফেলে রেখে একটা জেলায় কাজ করতে আসি। আমরা অনেক আন্তরিকতা নিয়ে আসি। কতদিন এখানে থাকবো বলতে পারবো না। তবে চেষ্টা করে যাবো আন্তরিকতার সাথে কাজ করে যেতে। যেহেতু ডিসি হিসেবে এটা আমার প্রথম পোস্টিং। সেহেতু আমার একটু সময় লাগবে। কোন জায়গায় কিভাবে কাজ করবো এটা ধরতে সময় লাগবে। আমি প্রচারে বিশ্বাসী না। আমি নিরবে নিভৃতে যতটুকু পারি করে যাবো। পজেটিভ যে কোন কাজের সাথে আমি রয়েছি।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন সেগুলো সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।