“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে তারুণ্য উৎসব উদযাপনে রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০শে জানুয়ারী দুপুরে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় অনূর্ধ্ব-১৭ বালিকা’য় রাজবাড়ী পৌরসভা বনাম পাংশা উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ২-০ গোলে রাজবাড়ী পৌরসভা একাদশ বিজয়ী হয়।
দিনের দ্বিতীয় খেলায় অনূর্ধ্ব-১৭ বালক রাজবাড়ী পৌরসভা বনাম পাংশা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে ১-০ গোলে পাংশা উপজেলা একাদশ বিজয়ী হয়।
জানা গেছে, ৫টি উপজেলা ও রাজবাড়ী পৌরসভা থেকে বালক ও বালিকা মিলে মোট ১২টি টিম অংশগ্রহণ করছে। খেলায় ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৪শে জানুয়ারী ফাইনাল খেলা হবে।