রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২০শে জানুয়ারী দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা সদর উপজেলার গোয়ালন্দ মোড় বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সকে ৫হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে সদর উপজেলা কল্যাণপুর বাজারের মেসার্স আরোগ্য নিকেতন স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সূর্য কুমার প্রামাণিক ও এএসআই মোঃ রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।