রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২শত পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ শাহাদাত হোসেন(৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গত ২১শে জানুয়ারী দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার ছোট নুরপুর জামে মসজিদের উত্তর-পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৈশালা গ্রামের জব্বার মন্ডলের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২১শে জানুয়ারী দিনগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে ছোট নুরপুর গ্রামের ছোট নুরপুর জামে মসজিদের উত্তর-পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে ২শত পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।