ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-২৩ ১৪:১৪:৪৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৩শে জানুয়ারী “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

 এ উপলক্ষে যুবসমাবেশ ও র‌্যালী এবং “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে আলোচনা সভায় পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।

 আলোচনা সভার আগে কর্মশালায় ৯টি গ্রুপে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক মতামত উপস্থাপন করে। আলোচনা ও মতামত উপস্থাপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ