বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর ও উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৪শে জানুয়ারী সকালে গোয়ালন্দ বাজার রেল স্টেশন সংলগ্ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সোলায়মান মুন্সী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতের ইসলামের আমীর মাওলানা গোলাম আযম মীর, সাধারণ সম্পাদক এডভোকেট মোশাররফ হোসেন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, গোয়ালন্দ পৌরসভার আমির মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, সহ-সভাপতি আব্বাস আলী মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।