সংযোগ ফাউন্ডেশনের রাজবাড়ী টিমের উদ্যোগে গতকাল ২৪শে জানুয়ারী জেলার বিভিন্নস্থানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন সংযোগের স্বেচ্ছাসেবকরা।
এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাজবাড়ীর বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক গোলাম আউলিয়া, জাবির হোসেন মিয়া, আব্দুল্লাহ চাঁদ, মহিতুর রহমান রুদ্র এবং সাফায়েত হোসেন প্রমুখ।
সংযোগ ফাউন্ডেশনের স্থানীয় দল জানায়, শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, বিশেষ করে দরিদ্র মানুষজন প্রচন্ড কষ্টে দিনযাপন করছেন। এই অবস্থায় সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগটি অসহায় মানুষদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
স্বেচ্ছাসেবক গোলাম আউলিয়া বলেন, “সংযোগ ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা সামান্য হলেও মানুষের কষ্ট লাঘব করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”
সংযোগ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংযোগ ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা প্রদানেও সক্রিয় ভূমিকা পালন করে।
সংযোগ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ এবং সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।