ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-২৪ ১৪:০৮:২৫

রাজবাড়ী জেলার পাংশা-হাবাসপুর সড়কের যশাই ইউপির উদয়পুর বাজারের অদূরে সড়কে গত ২৩শে জানুয়ারী রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় রাসেল মন্ডল(১৮) নামের এক যুবকের মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

 নিহত রাসেল মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউপির খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর ২জন আরোহী আহত হয়েছে।

 জানা যায়, মৌরাট ইউপির চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি(১৭) তার দুই বন্ধু খান্দুয়া গ্রামের রাসেল ও একই গ্রামের সোবাহানের ছেলে ইমরান (২০)কে সঙ্গে নিয়ে তিন বন্ধু ঘুরতে বেরোয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে তারা পাংশা থেকে হাবাসপুরের দিকে রওনা হয়। সে সময় রাসেল মোটর সাইকেল ড্রাইভ করছিল। রনি মাঝখানে এবং ইমরান পেছনে বসা ছিল। কুয়াশায় ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল নিয়ে তারা সড়কের উপর ছিটকে পড়ে। দুর্ঘটনার শিকার ৩জনই হাত, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

 ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে ফরিদপুরে রেফার করা হয়। রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল মন্ডলের মৃত্যু হয়।

 পাংশা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক, মৌরাট ইউপির চেয়ারম্যান ও পাংশা মডেল থানা পুলিশ তথ্য নিশ্চিত করেন।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ