ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীর বাস্তেখোলায় দুবর্ৃৃত্তদের হামলায় কলেজ শিক্ষকসহ আহত ৪জন॥গ্রেপ্তার-৩
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৫ ১৪:৪১:১২

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির বাস্তেখোলা গ্রামের মোহাম্মদ আলী খানের বাড়ীতে গত ২৪শে জানুয়ারী রাতে দুর্বৃত্তদের হামলায় কলেজ শিক্ষকসহ ৪জন আহত হয়েছে।  

 আহতরা হলো- মোহাম্মদ আলী খান(৫৮), বুলু বেগম(৭০), সাদ্দাম হোসেন(৩৩) ও আলপনা(২২)। এদের মধ্যে সাদ্দাম হোসেন পাংশা সরকারী কলেজের ইংরেজী বিষয়ের খন্ডকালীন শিক্ষক ও মোহাম্মদ আলী খানের জামাতা। আলপনা কলেজ শিক্ষক সাদ্দাম হোসেনের স্ত্রী।

 জানা যায়, মোহাম্মদ আলী খান সৌদি প্রবাসী। গত ২১শে জানুয়ারী তিনি দেশে ফিরেছেন। বিদেশ থেকে বাড়ীতে আসায় গত ২৪শে জানুয়ারী রাতে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়। কলেজ শিক্ষক সাদ্দাম হোসেন তার স্ত্রী আলপনাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ীতে দাওয়াতে যান।

 জানা যায়, এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা কিছুদিন আগে কলেজ শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে এবং সাদ্দাম হোসেনের শাশুড়ি নাজমা খাতুনের কাছে চাঁদা দাবী করে। কিন্তু তারা দাবীকৃত চাঁদার টাকা না দিয়ে নেতৃস্থানীয় একজন ব্যক্তিকে বিষয়টি অবহিত করেন। এতে দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়।

 এরই একপর্যায়ে গত শুক্রবার রাত সাড়ে ৮টা দিকে দুর্বৃত্ত চক্র মোহাম্মদ আলী খানের বাড়ীতে হানা দেয়। দুর্বৃত্তরা কলেজ শিক্ষক সাদ্দাম হোসেনকে কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতারী মারধর করে। দুর্বৃত্তদের কবল থেকে সাদ্দাম হোসেনকে রক্ষা করতে গেলে মোহাম্মদ আলী খান, বুলু বেগম ও আলপনা হামলার শিকার হয়। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা ও রক্তাক্ত জখম হয়েছে। 

 দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তি ও শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি করে হত্যার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যায়।

 ঘটনার রাতেই আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বুলু বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 খবর পেয়ে ঘটনার পরপরই পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার, কালুখালী থানার অফিসার ইনচার্জসহ কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনার বিষয়ে কালুখালী থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহেদুর রহমান জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত মোঃ রাজিব মন্ডল(৩৮), তার পিতা মক্কার মন্ডল(৬০) ও রফিক মন্ডল (৪৫)কে আটক করা হয়েছে।

 থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত কালাম ওরুফে ড্যাবলানের বিরুদ্ধে নারী নির্যাতন, ডাকাতি, মারামারির তিনটি মামলা রয়েছে। তার ভাই সম্রাটের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে।

 এদিকে পাংশা সরকারী কলেজের ইংরেজী বিষয়ের খন্ডকালীন শিক্ষক সাদ্দাম হোসেনসহ তার পরিবার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক(প্রশাসন) মোঃ মামুন উর রশিদ জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক(একাডেমী) মোঃ তোজাম্মেল হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ গতকাল ২৫শে জানুয়ারী পাংশা হাসপাতালে চিকিৎসাধীন সাদ্দাম হোসেনসহ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ