ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো হিম উৎসব
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-২৬ ১৩:৫২:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ২৬শে জানুয়ারী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী হিম উৎসব।

 গত ২৫শে জানুয়ারী বিকেলে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গনে “স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ” প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে।

 দুই দিনব্যাপী এ হিম উৎসবটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। 

 উৎসবটি ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়। দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত চলছে এ উৎসব। উৎসবে মোট ২৮টি স্টল অংশ নেয়। 

 নানা ধরণের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ