ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে তারুণ্যে উৎসব উপলক্ষে আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৬ ১৩:৫৬:১৭

 তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে আন্তঃ উপজেলা যুব কাবাডি বালক ও বালিকা অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ২৬শে জানুয়ারী সকালে রাজবাড়ী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। জেলার পাঁচটি উপজেলার চারটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

 এ প্রতিযোগিতায় রাজবাড়ী সদর বালিকা দল চ্যাম্পিয়ন ও বালিয়াকান্দি উপজেলা বালক চ্যাম্পিয়ন হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। 

 খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ