ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী পৌর পরিস্কার পরিচ্ছন্ন রাখবে কমিউনিটি গাড়ী সার্ভিস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-০২ ১৪:১৬:২৮
রাজবাড়ী শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গত ১লা নভেম্বর সকালে শহরের ২নং রেলগেট এলাকায় কমিউনিটি গাড়ী সার্ভিসের উদ্বোধন করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। এরই ফলশ্রুতিতে শুরু করেছেন কমিউনিটি গাড়ি সার্ভিস। 
  এ কমিউনিটি গাড়ী সার্ভিসের মাধ্যমে শহরের ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা করবে বেসরকারী প্রতিষ্ঠান ফাহিম এন্টারপ্রাইজ। 
  গত ১লা নভেম্বর সকালে শহরের ২নং রেলগেট এলাকায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
  এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর ব্যক্তিগত সহকারী সাইদুজ্জামান লিটন, ফাহিম এন্টারপ্রাইজের প্রোপাইটর গোলাম ফাহিম উপস্থিত ছিলেন।
  কমিউনিটি গাড়ী সার্ভিস উদ্বোধনকালে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, পৌর এলাকার ময়লা ও বাসা বাড়ীর আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহিম এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে তাদের পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ী বাড়ী গিয়ে ময়লা সংগ্রহ করে এনে পৌরসভার নির্ধারিত স্থানে ময়লা ফেলবে। এ শহরে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। তাই সবাইকে এ কাজে সহযোগিতা করতে হবে। তাহলে শহর সুন্দর থাকবে এবং আমাদের এ কর্মসূচী সফল হবে। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ