ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
মনি মুকুর কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৭ ১৩:৪৩:৫৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মনি মুকুর কিন্ডার গার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গতকাল ৭ই ফেব্রুয়ারী পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

 গত ৬ই ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।

 মনি মুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদদৌল্যা বাবলুর সভাপতিত্বে ও সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

 উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, বিচাত্রা দারুসসুন্নাহ ফাজিল(ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খোন্দকার মনির আযম মুন্নু বক্তব্য রাখেন।

 গতকাল ৭ই ফেব্রুয়ারী একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্ত হয়।

 

 

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ