রাজবাড়ী জেলার গোয়ালন্দে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গতকাল ৯ই ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দের সদস্য রবিন নুরতাজ আলম, সজিব শাহরিয়ার, রাকিবুল রাকিব, আবির, রেদোয়ান, আকিব, সুমনসহ ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।
তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসোররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা এ সরকার কাছে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জোরদাবী জানাই।