রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ১০ই ফেব্রুয়ারী উৎসবমূখর পরিবেশে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দু’দিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনসহ বক্তব্য রাখেন। তিনি কলেজ শিক্ষার্থীদের তারুণ্যের উৎসবের স্পিরিট (মনোভাব) ধারণের আহবান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলাম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ খলিলুর রহমান ও পাংশা সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আক্তার মিনু বক্তব্য রাখেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী জিনিসপত্র নিয়ে ২১টি স্টল দিয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দকে সঙ্গে নিয়ে স্টল পরিদর্শন করেন। এ সময় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।