চার দফা দাবীতে রাজবাড়ীতে অটো শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় গতকাল ১০ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডঃ রনজু বিশ্বাস, সাধারণ সম্পাদক কবির উদ্দিন, অটো শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ ও জেলা অটো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা অটো শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আমাদের সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছি। তারপরও আমাদের বিভিন্ন চাঁদা প্রদান করতে হচ্ছে। আগে আমাদের প্রতিদিন পৌর পার্কিং বাবাদ ৩৫ টাকা দিতে হয়। বর্তমানে আমরা ২৫ টাকা করি দিচ্ছি। যা বছরে ১২হাজার ৬২০ টাকা। অথচ আমাদের পাশ্ববর্তী জেলা ফরিদপুরে বছরে ২৪০০ টাকা বাৎসরিক নম্বর প্লেটের জন্যে নিয়ে থাকে। সেখানে সারা বছর কোন চাঁদা দিতে হয় না। আমাদের রাজবাড়ীতে নম্বর প্লেটের জন্য ৫ হাজার টাকা করা হয়েছে। এটা অযৌক্তিক। আমরা দাবী করিছি এই নম্বর প্লেটের জন্য ২হাজার টাকা করা হোক। তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। পুলিশ রিকুইজিশনের জন্য নুন্যতম ১হাজার টাকা আমাদেরকে দিতে হবে। ফ্রী কোন রিকুইজিশন হবে না। মহাসড়কে পুলিশ হয়রানী বন্ধ করতে হবে। এছাড়াও রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড় ও রাজবাড়ী থেকে গান্ধিমারা পর্যন্ত চলাচলের অনুমতি দিতে হবে।
মানববন্ধন শেষে অটো শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। পরে সেখানেও তারা বক্তব্য রাখেন। এরপর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের কাছে প্রদান করে।
.