আগামী ২২শে ফেব্রুয়ারী পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনকে সামনে রেখে গত ৬ই ফেব্রুয়ারী থেকে গতকাল ১০ই ফেব্রুয়ারী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে ২জন মোঃ বাহারাম হোসেন সরদার ও কাজী আসকার দানিয়েল সিপারসহ বিভিন্ন পদে মোট ৩৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির অস্থায়ী নির্বাচন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন জানান, নির্বাচনে সভাপতি পদে ২জন মোঃ বাহারাম হোসেন ও একে দানিয়েল সিপার, সহ-সভাপতি পদে ৪জন আব্দুর রাজ্জাক রাজা, মোঃ আইয়ুব আলী খান, মোঃ আব্দুল খালেক মাস্টার ও মোঃ ইউসুফ আলী মন্ডল, সাধারণ সম্পাদক পদে ৪জন দেলোয়ার সরদার, মোহাম্মদ আলী আজাদ, নবীন বিশ্বাস ও জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক পদে ৫জন মোঃ আলমগীর খান, আমিরুল ইসলাম নয়ন, সাদেকুর রহমান, সিরাজুল ইসলাম ও গৌতম কুমার বসাক, কোষাধ্যক্ষ পদে ৩জন মোঃ সাইফুল ইসলাম, কামাল মিয়া ও গোবিন্দ কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক পদে ২জন শ্যামল কুমার সাহা ও মোঃ তোফাজ্জেল হোসেন, প্রচার সম্পাদক পদে ২জন মোঃ দেলোয়ার হোসেন খান ও আবুল কালাম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন মোঃ আব্দুল কুদ্দুস খান, আরিফুল ইসলাম সুমন, শাহ আলম ও মোবারক হোসেন, ইসলাম ধর্মীয় সম্পাদক পদে ৪জন মোঃ মনিরুল ইসলাম, আবু সালেহ মোঃ মেজবাহ উদ্দিন, শামীম বিশ্বাস ও জাহাঙ্গীর আলম, সনাতন ধর্মীয় সম্পাদক পদে ৩জন সুমন কুমার দাস, রতন কুমার দে ও মোহনলাল আগরওয়ালা, কার্যনির্বাহী সদস্য পদে ৬জন ফরহাদ শেখ, মাহাবুব হোসেন, আব্বাস উদ্দিন, রাশিদুল ইসলাম, আব্দুল আলিম ও নাঈমুর রহমান দুর্জয় মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার ১১ই ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে। ১২ই ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৩ই ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ ও ২২শে ফেব্রুয়ারী ভোটগ্রহণ। পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুরু থেকেই প্রার্থীরা গণসংযোগ করছেন।
গতকাল রবিবার বিকালে নির্বাচন অফিসের সামনে সড়কে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী বাহারাম হোসেন সরদার ও কাজী আসকার দানিয়েল সিপার পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগের ফলে পৌর শহরে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।