ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
পদ্মা নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও জাল ধ্বংস করলো প্রশাসন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১১ ১৪:২৪:৫০

 “ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা”-এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

 গতকাল ১১ই ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদ্মা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বড় একটি বাঁশের বাঁধ ধ্বংস এবং দুই ভ্যান বাঁশ জব্দ করা হয় ও বড় একটি গুটি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 অভিযানে মোবাইল পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। 

 এ সময় গোয়ালন্দ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম, কোষ্ট গার্ডের সদস্যসহ উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, পদ্মা নদীতে অন্তারমোড় এলাকায় বাঁশ ও জাল দিয়ে আড়াআড়ি বাঁধের মাধ্যমে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তারমোড় এলাকার বড় ১টি বাঁশের বাঁধ ধ্বংস, বড় ১টি গুটি জাল ধ্বংস ও দুই ভ্যান বাঁশ জব্দ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ