ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ীতে সাংবাদিক ইমরানকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১১ ১৪:২৫:১৬

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫)কে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

 গত ১১ই ফেব্রুয়ারী সকালে ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন মনিম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করে।

 এর আগে ১০ই ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহাল ইজারার দরপত্র দাখিল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা চলাকালে সাংবাদিক ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে তাকে গুরতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 আহত ইমরান হোসেন মনিম সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সে স্থানীয় দৈনিক একুশের কথা’র স্টাফ রিপোর্টার ও মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।

 লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১০ই ফেব্রুয়ারী। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ইমরান হোসেন মনিম সংবাদ সংগ্রহের জন্য মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।

 ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে আমি সদর থানায় মামলা দায়ের করেছি।

 এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

 
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ