ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বিএনপির কর্মী সভার প্যান্ডেল ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-১৩ ১৫:১৩:৪৬

রাজবাড়ীতে পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের কর্মী সমাবেশের প্যান্ডেল ভাংচুর ও নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।

 গতকাল ১৩ই ফেব্রæয়ারী দুপুরে শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সংবাদ সম্মেলনে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল বক্তব্য রাখেন।

 সংবাদ সম্মেলনে মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, গত ১২ই ফেব্রæয়ারী রাজবাড়ী পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নির্দেশনায় পৌর ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মৃধা কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আগামী ১৯শে ফেব্রæয়ারী জেলা বিএনপির জনসভা সফল করার উদ্দেশ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভার জন্য প্যান্ডেল নির্মাণ করলে ২০/২৫ জন সন্ত্রাসী সভাস্থলের প্যান্ডেল ভাংচুর করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতা বেগম খালেদা জিয়া  এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে এবং শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করে ও তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

 এরপর আমরা আবার নতুন করে প্যান্ডেল তৈরি করে প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শেষের দিকে তখন আবার ২০/২৫ জন সন্ত্রাসীরা সভা স্থলে এসে আমাদের নেতা কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মোটর সাইকেল ভাংচুর করে। আমাদের নেতা কর্মী ও মহিলা মা বোনদেরকে এলোপাথারি বেধরকভাবে আঘাত শুরু করে ও আমাদের নেতাকর্মীদের রাখা ৭/৮ টি মোটর সাইকেল ভাংচুর করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল বলেন, আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপির ব্যানার ব্যবহার করে যারা দলের ইমেজ নষ্ট করার জন্য বিগত দিনের ন্যায় গত ১২ই ফেব্রæয়ারী ৭নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ কর্মী সভায় হামলা চালিয়ে দেশ ও জনগণের কাছে বিএনপির সম্মান নষ্ট করলো। পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই। 

 সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, পৌর বিএনপির সাবেক আহŸায়ক মাহবুব চৌধুরী দুলাল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জহির রাজ, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক লায়েক আলী, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আরজাদ হোসেন আজাদ, যুগ্ন আহŸায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি মোঃ হীরা শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমানসহ জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ