রাজবাড়ীতে জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুনের একটি বক্তব্যের খন্ডিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল ১৩ই ফেব্রুয়ারী দুপুরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম বলেন, গত ২২শে জানুয়ারী জেলার কালুখালী উপজেলার সোনাপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন হারুন অর রশিদ হারুন। ওই বক্তব্যের খন্ডিত অংশ বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ। এতে শুধু হারুন অর রশিদই নয় বিএনপির ভার্বমূতি ক্ষুন্ন হচ্ছে।
তিনি বলেন, একটি কুচক্রী মহল সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপির দুঃসময়ে কান্ডারী ও গ্রহণযোগ্য একজন নেতাকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে এরুপ বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তার চরিত্র হননের অপকৌশল অবলম্বন করেছেন।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, হারুন অর রশিদ হারুন তার ওই বক্তব্যে বলেছিলেন, ধরেন এই মোবাইলটা ১০হাজার টাকা দাম। আমি এই মোবাইলটা ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করে ১২হাজার টাকায় বিক্রি করলাম। লভ্যাংশ ২হাজার টাকা। লভ্যাংশের দুই হাজার টাকা থেকে ৫০০ টাকা তৃণমূলের যে সকল নেতাকর্মীরা মাছ মাংস বা বাজার করতে পারেন না তাদের মাঝে বিলিয়ে দিবে।
কিন্তু তিনি একবারো বলেন নাই কারো কাছ থেকে চাঁদাবাজী বা ধান্ধাবাজী করে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে। তিনি প্রথমেই ওয়ার্নিং দিয়েছেন আমাদের দল নিষেধ করেছেন কোন অবৈধ জোরদখল, চাঁদাবাজী কিংবা অন্যায়ভাবে কোন কাজের সাথে জড়িত হওয়া যাবে না। দল আবার এটাও বলে নাই কোন বৈধ ব্যবসা করে খাওয়া যাবে না। এটাই তিনি প্রথমে স্পষ্টভাবে বলেছেন। কিন্তু সেই অংশটুকু বাদ দেওয়া হয়েছে। তারপর বাদ দেওয়া হয়েছে মোবাইলের কথা। বাদ দেওয়া হয়েছে মোবাইল বিক্রি থেকে লাভের ২হাজার টাকা তৃণমূল কর্মীদের মধ্যে বন্টন করার কথা। অথচ ওই মোবাইলের কথা বাদ দিয়ে, ১০হাজার টাকা বাদ দিয়ে, ১২হাজার টাকায় বিক্রি করেছি সেটা বাদ দিয়ে শুধু তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বন্টন করবেন শুধু সেটুকু সংযোজন করা হয়েছে। এটা তো মানুষ বুঝতেছে না তিনি কোনটা বন্টন করতে বলেছেন। অনেকেই না বুঝে অপপ্রচারকারী শুধু চাঁদার টাকা বন্টন করতে বলেছে বোঝাচ্ছেন। কিন্তু তিনি ওই বক্তব্যের কোথাও চাঁদাবাজীর কথা বলেন নাই। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার নুরুল নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য মাহবুব চৌধুরী দুলাল, সদস্য গোলাম কাশেম, সাবেক সদস্য সচিব ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির রাজ, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, যুগ্ন আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি মোঃ হীরা শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমানসহ জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।