ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
গোয়ালন্দে সবজি পানির দরে বিক্রি হচ্ছে॥কৃষক দিশেহারা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৬ ১৪:০৪:০৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় সবজির বাজার অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। সবজি চাষী কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা।
 গতকাল ১৬ই ফেব্রুয়ারী বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, সবজি চাষীরা ক্রেতার অভাবে বাজরে বসে আছে। অনেক চাষী জানান, তাদের উৎপাদিত সবজি বিক্রি করে শ্রমিকের মজুরিও পাচ্ছেনা। ফলে জমিতেই সবজি নষ্ট হয়ে যাচ্ছে। 
 কৃষক সবুজ জানান, ১৫ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছি। ২ মাস পূর্বে একটি লাউয়ের দাম ১শত টাকা হওয়ায় লাউ চাষে আগ্রহ বেড়ে ছিল। গতকাল ১৬ই ফেব্রুয়ারী গোয়ালন্দ মোড়ে প্রতিটি লাউ ২০ টাকায়ও বিক্রি হচ্ছে না। 
 আহলাদীপুর গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, তার জমিতে মুলা চাষ করা হলেও ক্রেতার অভাবে জমিতেই মুলা নষ্ট হয়ে গেছে। প্রতিজন দিন মজুরের মজুরী ৭শত টাকা। রিক্সা ও ভ্যান ভাড়া করে রাজবাড়ী ও গোয়ালন্দে আড়তে পাঠিয়েও শ্রমিকের খরচ উঠছে না। সিম প্রতি কেজি ২০ টাকা, আলু ২০ টাকা, টমেটো প্রতি কেজি ১০ টাকা, ফুলকপি ও পাতা কপি প্রতিটির মূল্য ১০ টাকা। 
 গোয়ালন্দ মোড়ের কৃষক সেলিম জানান, অতি বৃষ্টির মধ্যে ফুলকপি ও পাতা কপির চারা নষ্ট হয়ে যায়। পুনরায় চারা রোপনের পরে ফসল উৎপাদনে বিলম্ব হয় ফলে এখন লক্ষ টাকা লোকসান হচ্ছে। প্রতিবছর ১০ বিঘা জমিতে ফুল কপি ও বাঁধা কপির আবাদ করেন বলে তিনি জানান। 

 

দৌলতদিয়ায় ১টি ঘাট দিয়ে চলাচল করছে ফেরি॥তিন কিলোমিটার জুড়ে গাড়ীর সারি
রাজবাড়ী আয়কর অফিসে সহকারী কর কমিশনার হিসেবে রাজ্জাকের যোগদান
বিশ্ব যুব উৎসব ২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কালুখালীর রুমি
সর্বশেষ সংবাদ