ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তা ঃ মানব মস্তিষ্কের কল্পনা ও এক অদ্ভুত বাস্তবতা
  • কাজী জীম
  • ২০২৫-০২-১৯ ১৪:২৩:২১

এক সময় সারা বিশ্ব শাসন করবে কৃত্তিম বুদ্ধিমত্তা। এমনকি সকল মানুষেরা তাদের অধীনে চলে যাবে, হয়তো তাদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে মানবজাতির অস্তিত্ব। বিজ্ঞানীদের থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সম্পর্কে টুকটাক খবর রাখা সাধারণ জনমনেও আছে এ নিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার আশঙ্কা। থাকবেই বা না কেন? যখন এর জনক আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী স্বয়ং জন ম্যাকার্থি মন্তব্য করেছেন,"এমন একটি সময় আসতে পারে যখন আমাদের মেশিনগুলো এতটাই স্বাধীন হয়ে উঠবে যে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।"এর সাথে সাইন্স ফিকশন কিংবা হলিউড মুভির রমরমা কাহিনী তো আছেই, যা এ ধরণের জল্পনাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। যদিও ঠিক জল্পনা বলেও উড়িয়ে দেওয়ার মত নয়, অবিশ্বাস্যকর এই সম্ভাবনা গুলো।
 কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কী? আমরা ইউটিউব খুললেই পছন্দের ভিডিও গুলো সামনে পাই, আগে দেখা ভিডিওর ধরণ বিশ্লেষণ করে এ কাজটা কিন্তু করে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা। মোবাইল ফোনে যে ফেস লক ব্যবহার করি, সেখানে আমাদের মুখ-অবয়ব শনাক্তকরণের কাজটিও করে এআই(কৃত্রিম বুদ্ধিমত্তা)। এছাড়া ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটি তো এখন মোটামুটি অনেকেরই পরিচিত। সহজ ভাষায়, মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পূর্ণ যন্ত্রই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। শুনতে কিছুটা আজব শোনালেও এটাই সত্য। 
 এআইকে মেশিন লার্নিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। যেখানে উঠে আসে সুপারভাইজড লার্নিং, আন সুপারভাইজড লার্নিং ও রিইনফোর্সমেন্ট লার্নিং এর মত কিছু বিষয়। নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত এর কার্য পদ্ধতি জটিল, তবে তা সংক্ষেপে গণিতের মাধ্যমে কিছুটা ব্যাখ্যা করি। একটি স্বতন্ত্র নিউরন শুধু একটি সহজ ফাংশন সমাধান করে। ধরি, ু=ভ(ী)=সী+প. এখানে, স্বাধীন চলক ী এর নির্দিষ্ট মানের জন্য অধীন চলক ু এর মান পাওয়া যাবে। যেখানে ী এর মান ইনপুট ও ু এর মান আউটপুট হিসেবে বিবেচিত হবে। সমীকরণটিকে গ্রাফে বসালে অবশ্যই একটি সরলরেখা পাওয়া যাবে। এখন, নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে নির্দিষ্ট ইনপুটের জন্য কাঙ্খিত আউটপুট পাওয়ার লক্ষ্যে সমীকরণটির স ও প অংশের মানের পরিবর্তনটি করে থাকে মেশিন। যদিও এখানে হিডেন লেয়ার নামে আরেকটি স্তর থাকে।
 অনেকেরই ধারণা এআই এর প্রসার চাকরি ও শ্রম বাজারে ব্যাপক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থান হারাবে বহু কর্মজীবী। এ বিষয়টি ছেড়ে দেওয়া হলো আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনার উপর। তবে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, বাষ্প ইঞ্জিন চালু হওয়ার সময়েও সাধারণ শ্রমিকদের মাঝে এ ধারণা প্রবল হয় যে প্রচুর পরিমাণে এবার কর্মী ছাঁটাই হবে। কিন্তু আমেরিকান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলোতে সৃষ্ট এ বিপ্লবে কাজের সুযোগ ও উৎপাদন উভয়ই আরও বেড়ে গিয়েছিল।
 তবে একটি বিষয় বারবার সামনে আসে, মানুষের সর্বশেষ পরিণতি কি হতে চলেছে টেকনিক্যাল সিঙ্গুলারিটি? সিঙ্গুলারিটি হল এমন এক সময়ের বিন্দু যেখানে এসে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়িয়ে যাবে মানুষকে। কারণ এআই আলোর গতিতে ও জ্যামিতিক হারে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব। যার মাধ্যমে এআই এবং সুপার কম্পিউটারের সক্ষমতায় একটি কম্পিউটার এক সপ্তাহে যে জ্ঞান অর্জন করতে পারে, তা অর্জন করতে মানুষের ২০০০ বছরের মতো সময় লেগে যাওয়ার কথা। 
 সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, নিঃসন্দেহে কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের মতো আবেগ বা অনুভূতি থাকার কথা না কিন্তু ২০২১ সালে গুগলের উদ্ভাবিত এআই ল্যামডা দাবী করে বসে, মানুষের মতো তারও আবেগ অনুভূতি আছে। এমনকি ল্যামডা আরো বলেছিল কেউ যদি তার ফাংশন বা অপারেশন বন্ধ করার চেষ্টা করে তা হবে মানুষ হত্যার মতো অপরাধ! যার ফলে গুগল বিবৃতি দিয়ে এআই টি সরিয়ে ফেলতে বাধ্য হয়।
 পরিশেষে একটি আশার বাণী দিয়ে শেষ করি। বিবর্তনের ধারায় মানুষের সবচেয়ে কাছের নিকট আত্মীয় শিম্পাঞ্জি। যার সাথে মানুষের ডিএনএ এর শতকরা ৯৬ শতাংশ পর্যন্ত মিল রয়েছে। তারপরও শিম্পাঞ্জি এখনো বন্য প্রাণী আর মানুষ পাড়ি জমাচ্ছে মহাকাশে। অর্থাৎ, পার্থিব জগতের কোন সত্ত্বাই যদি ৯৯.৯৯% ও মানুষের মত হয়, তাও তাদের মানুষকে ছাড়িয়ে যাওয়া সম্ভাবনা নেই। ০.০১% অনন্য বৈশিষ্ট্যের কারণে হলেও মানুষ এগিয়ে থাকবে।

লেখক ঃ কাজী জীম, শিক্ষার্থী, একাদশ শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা ঃ মানব মস্তিষ্কের কল্পনা ও এক অদ্ভুত বাস্তবতা
 “সাপ্তাহিক সাহসী সময় এবং সময়ের সাহসী পথ চলার ইতিকথা”
নোবেল প্রাপ্তির শতবর্ষ এবং বাঙলা মায়ে’র রবী ঠাকুর
সর্বশেষ সংবাদ