রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাজার বণিক সমিতির কমিটি গঠন উপলক্ষ্যে গত ১৮ই ফেব্রুয়ারী বিকালে বাজার চত্বরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, জামায়াতের আমীর আব্দুর হাই জোয়াদ্দার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মনির আযম মুন্নু, বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী ওসমান গণি মানিক ও আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
সাধারণ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত সভাপতি ওসমান গণি মানিক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নামসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।