ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ইসলাম ধর্ম গ্রহণ করলো হিন্দু যুবক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৩ ১৪:৪৪:২২

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মিঠুন রায় নামে এক যুবক। তার বর্তমান নাম মুনাইম আব্দুল্লাহ্। 

 ইসলাম ধর্মের মর্মকথা, ইসলামের তাৎপর্য ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।

 ইসলামী বক্তা মুফতি আমীর হামজার কাছে কলেমা পড়ে মুসলমান হওয়া সংক্রান্ত তার একটি পুরোনো ভিডিও গত ২২শে ফেব্রুয়ারী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। বহু মানুষ তাকে দোয়া ও শুভ কামনা জানিয়েছেন। 

 মিঠু রায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব উজানচর মাখন রায়ের পাড়ার অজিত রায় ও রেখা রায় দম্পতির ছেলে।

 এ ব্যাপারে গতকাল ২৩শে ফেব্রুয়ারী ওই এলাকায় খোঁজ নিতে গেলে তার পরিবারের কেউ এ ব্যাপারটি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। 

 রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা থেকে জানা যায়, মিঠুন রায় ওরফে মুনাইম আব্দুল্লাহ্ গত বছরের গত ১০ই আগস্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা আমীর হামজার কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্ (সাঃ) অর্থাৎ আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর নবী ও রাসূল’ মৌখিকভাবে পাঠ করেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেদিন থেকেই তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন। 

 এ ব্যাপারে মুনাইম আব্দুল্লাহ্ বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রায় ৩/৪ বছর ধরে ইসলাম ধর্মের সকল কার্যক্রম আমার ভালো লাগে। আজানের ধ্বনি, কুরআন তিলাওয়াত ও ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠানে মুগ্ধ হয়ে প্রথমে গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমামের কাছে পবিত্র কালেমা পাঠ করে পরবর্তীতে হাফেজ আবু সাঈদের সফরসঙ্গী হিসাবে ফরিদপুর শ্যামসুন্দরপুর এলাকার একটি ওয়াজ মাহফিলে হাজির হয়ে ইসলামী চিন্তাবিদ ও মুফতি আমীর হামজার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 

 তিনি আরও বলেন, দীর্ঘদিন মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা, ইসলাম ধর্মের বই পুস্তকের কথা শুনে এবং ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের কথা শুনে তিনি মহান আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) এর আদর্শে অনুপ্রাণিত হন। এরপর তিনি সনাতন ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারো কোন প্ররোচনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি বাকি জীবন আল্লাহ ও রাসুলের পথে চলার জন্য সকলের দোয়া কামনা করেন।

 এ ব্যাপারে উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু সাঈদ বলেন, মুনাইম আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি।  মহান আল্লাহ যেন তাকে তার একজন মুমিন বান্দা হিসেবে কবুল করেন। সেইসাথে একজন মুসলিম ভাই হিসেবে তার জন্য যদি আমাদের দিক থেকে কোন ধরণের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা তা সর্বত্রভাবে তার জন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ