বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার(৭৮)কে গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ডিবি’র একটি দল।
গ্রেফতারকৃত ফকির আব্দুল জব্বার রাজবাড়ী শহরের ৪নং ওয়ার্ডের বেড়াডাঙ্গা-১নং সড়কের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণ আন্দোলন সফল করার লক্ষে অবস্থান নেয়। আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়। এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস ফকিরের ছেলে মোঃ শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় ফকীর আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বারকে গ্রেফতর করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে।