নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ীতে কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির বিশাল জনসভা গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুরে শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির গঠনের দীর্ঘ ৫বছর ২মাস ২৯দির পর জেলা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকেরা সম্মিলিতভাবে কেন্দ্র ঘোষিত জনসভায় অংশগ্রহণ করে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বক্তব্য রাখেন।
জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক(ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বক্তব্য রাখেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক(ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাশুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন ।
অন্যান্যর মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল হোসেন মিয়া, এডঃ কে এ বারী, গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, স্বৈরাচার চলে গেছে এখন কেন দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশে চুরি ডাকাতি খুন ধর্ষণ বেড়েই চলছে। পলাতক সরকারের প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে স্বৈরাচার সরকার প্রধান ও তার দুর্নীতিবাজ পরিবারের সদস্য এবং লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, গত ৫ই আগসট এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের মানুষ জানে এই আন্দোলনে সর্বজনস্বীকৃত মহানায়ক হচ্ছে তারেক রহমান। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল ও মানুষ তাদেরকে সমর্থন করে বসেয়েছি। তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ, একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না। এই সরকার ফেল করুক আমরা সেটাও চাই না। অবিলম্বে দেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা এই সরকারকে সাহায্য করতে চাই।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দল আরও ২০টা তৈরি হতে পারে, এটা নিয়ে বিএনপির কোন মাথাব্যথা নেই। আমরা শুনতে পাই দেশে নতুন দল হচ্ছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছে। তাই আমাদের সেটা নিয়ে কোন কথা নেই। আমরা হুশিয়ার করে দিতে চাই পতিত সরকারের কোন দোসর যদি ছদ্মবেশে যদি কোন রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে এদেশের মানুষ তাদেরকে ছাড়বে না। তৎকালীন স্বৈরাচারের সাধারণ সম্পাদক বলেছিলো যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এদেশের ৫ লক্ষ লোক নাকি ইন্তেকাল করবে, খুন হবে। কিন্তু এদেশের মানুষ ধৈর্য ধরেছে, শৃঙ্খলা রক্ষা করেছে। তারেক রহমানের নির্দেশে এদেশের মানুষ ছাত্র-জনতা থানা পাহাড়া দিয়েছে। মানুষ উচ্ছৃঙ্খল হয়নি। যদি আবার স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছদ্মবেশে মাঠে নামতে চাই তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে।
জনসভায় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, তারেক রহমান সেই নেতা যেই নেতা আগামীতে প্রধানমন্ত্রী হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান এমন নেতা যিনি একমাত্র ব্যক্তি তার ৩১দফায় দিয়েছেন এক ব্যক্তি এক বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না।
শামা ওবায়েদ বলেন, গত ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। অহংকার পতনের মূল। আমাদের সবার এটা মনে রাখা উচিত। সেটার সবচেয়ে বড় স্বাক্ষী হচ্ছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাস পরও কেনো বিএনপিকে জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে। হাসিনা পালিয়ে গেছে কিন্তু জিনিসের দাম কমে নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু আপনারা সিন্ডিকেট ভাঙ্গতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো নারীরা ধর্ষিত হচ্ছে, দেশে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, ইউনুস সাহেব আপনি কোন সংস্কার করতে পারেন নি। এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। গত ১৫ বছর আপনার যে যে ভাইয়েরই শ্লোগান দেন সবাই জেল খেটেছেন, মামলা খেয়েছেন, গুম হয়েছেন। গত ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এই ১৫ বছর যারা মারা গেছে আমরা তাদের স্মরণ করি। এই জুলাই আগস্টে শেখ হাসিনা যেসব বাচ্চাদের টার্গেট করে গুলি করেছে তাদেরকে আমরা স্মরণ করি।
তিনি বলেন, আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের জন্য এই ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে সেই নতুন বাংলাদেশ যদি আমাদেরকে আনতে হয় তাহলে একটাই উত্তর তারেক রহমানের ৩১ দফা সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্ররা কেনো মাঠে নেমেছিলো কারণ একজন আমার এক ভাই তিনবেলা না খেয়ে থাকে, আরেক চোর হাজার হাজার টাকা বিদেশে পাচার করে। আমার এক ভাইয়ের যোগ্যতা থাকার স্বত্বেও চাকরী হয় না, আরেক চোর মন্ত্রী ও এমপি ধইরে ঘুষ দিয়ে চাকরী নেই। ওই বৈষম্যের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া ১০/১২ টাকা কেজি চাল খাওয়াইছে। আমরা ঘরে ঘরে থাকা দক্ষ ও যোগ্য যুবকদের চাকরী দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা জিয়ার সৈনিক। আমরা জনগণের পাশে থাকবো। জনগণের পাশে থেকে জনগণের সেবা করবো। আপনারা দেখেন বাংলাদেশের যখন বিপদ এসেছে, ক্রান্তিকাল এসেছে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এরশাদ স্বৈরাচারী কায়েম করেছে তখন বিএনপি ঢাল হিসেবে দাঁড়িয়েছে। যখন এদেশে বন্যা হয়েছে তখন বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এদেশে করোনা হয়েছে তখন বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে। কিন্তু হাসিনা তার সঙ্গী সাথী রেখে পালিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশে দুইটা পদ্মা সেতু হবে। ইনশাল্লাহ বিএনপি যখন রাষ্ট্র গঠন করবে তখন এদেশে আরেকটি পদ্মা সেতু হবে। শেখ হাসিনা ওই পদ্মা সেতু করতে যত টাকা লুটপাট করছে তার অর্ধেকের অর্ধেক টাকায় এই পদ্মা সেতু হবে। বিএনপির দুর্নীতিতে বিশ্বাস করে না। দুর্নীতি দমনে বিশ্বাস করে।
জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম। ফারাক্কা বাঁধের কাছে গিয়ে দেখলাম ওপারে পানিতে পরিপূর্ণ, আর ফারাক্কার বাঁধের এপারে এসে দেখালাম নদীর পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা যখন রাজবাড়ী থেকে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী পার হই তখন দেখি নদীর বেহাল অবস্থা। গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানতম নদী। আজকে এখানে লালু ভাই আছে উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গে লাখো লাখো হেক্টরের জমিতে ফসল হচ্ছে না। মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দরা গেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানকার মানুষ একটা শ্লোগান দিয়েছেন। জাগো বাহে কুণ্ঠে সবাই। আমাদের নেতৃবৃন্দরা আছেন তাদের সামনে আমি বলতে চাই তিস্তার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। এ কারণে আমাদের এখানে বিএনপিকে আজ দায়িত্ব নিতে হবে। যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজনে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত, বাংলাদেশের ৫৪টি নদীর মুখে বাধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়, যেমনি করে তিস্তায় আজ আন্দোলন হয়েছে আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ এই এলাকার সমস্ত উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না। কিন্তু আমি জানি ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়ীর পাংশায় একটা পদ্মা ব্যারেজ হবে। শুকনো মৌসুমে ফসল ফলানোর জন্য ওই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি অনুরোধ করে বলতে চাই এই পদ্মা ব্যারেজের জন্য আমরা এক হয়ে আবার লড়াই করবো।
তিনি আরও বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা ব্রিজ। আমরা এই পদ্মা ব্রিজ চাই। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি আগাম দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু এই অঞ্চলের অর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমরা লড়াই করেছিলাম ভোটের অধিকারের জন্য। দীর্ঘ ১৭ বছর আপনারা লড়াই করেছেন। এখানে ডানে ও বামে যারা আছেন, রাস্তায় যারা আছেন সবাইকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আমরা ভোটাধিকার পাইনাই। জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে ভারতে। আমি সরকারকে বলতে চাই অনতিবিলম্ব একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকারে নির্বাচন চায়। আমি জামায়াতে ইসলামীকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটি রাজনৈতিক সমস্যা। মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা। সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ বর্তমানে এখন একটি অনির্বাচিত সরকার দেশে এসেছে। সরকারকে তার কর্মসূচি ব্যবস্থা হবে। এ সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। অন্যকোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধেও আমাদেরকেও আন্দোলনে নামতে হবে। তাই বন্ধুরা আমার সেই দিক থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন লক্ষ শহীদের রক্তের এই বাংলাদেশে, স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভেজা এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই মিলে বাংলাদেশের হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা তাকে দিতে হবে।
সাবেক এমপি খৈয়ম আরো বলেন, আসুন আমরা পিছনের কথা ভুলে যাই। আমরা সবাই এক হয়ে থাকি। ঐক্যবদ্ধ থেকে রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করি। আজ থেকে রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোন গ্রুপিং থাকবে না। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে থাকি। একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১দফার ভিত্তিতে আমরা গড়ে তুলবে।
জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া বলেন, রাজবাড়ীর তৃণমূল বিএনপির অনেক দিনের আকাঙ্খা ছিল যে জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করুক। সেই মহেন্দ্রক্ষন আজকে। আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রোগ্রামটা করতে পেরেছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫টি বছর দলের চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন।তারই নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন করতে পেরেছি। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। আমি প্রশ্ন রাখতে চাই ড.ইউনূস সরকারকে কেন আমাদের এই সমাবেশ করতে হবে। আপনার দায়িত্ব একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া। আপনার দায়িত্ব একটা নির্বাচনী রোড ম্যাপ দেওয়া। আজকের
এই সমাবেশ থেকে রাজবাড়ী জেলার বিএনপির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি রাখতে চাই অনিতি বিলম্বের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন।
উল্লেখ্য, বিএনপির জনসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে রাজবাড়ী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ নভেম্বর এডঃ লয়াকত আলীকে আহবায়ক করে রাজবাড়ী জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। ২০২০ সালের ১৭ই জানুয়ারী জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় জেলা দুই গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেয়। এরপর আর একত্রিত হয়নি গ্রুপ দুটি। দীর্ঘ ৫ বছর ২মাস ২৯দিন পর রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দুইটি গ্রুপ এক হয়ে সমাবেশ সফল করে। বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ ২০২২ সালে একবার বাড়ানো হয়। বর্তমানে ওই আহবায়ক কমিটিই দায়িত্ব পালন করছে।