ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে----এনডিএম’র মহাসচিব
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৪ ১৫:০৫:০৩

 জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন বলেছেন, আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে  এবং সেখানে রোগীরা আইসিইউ ও এ্যাম্বুলেন্স এর সুযোগ সুবিধা পাবে। এখানকার চিকিৎসা সেবার মান আধুনিক মানে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিনত করতে হবে। এসব সামনে রেখে এনডিএম মানুষে সাথে কাজ করে যাচ্ছে। 

 গতকাল ২৪শে ফেব্রুয়ারী বালিয়াকান্দি  উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়ীয়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

 জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) আয়োজিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন এনডিএম নেতা আব্দুস সালাম। 

 উঠান বৈঠকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম এর বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বদরুল, সদস্য সচিব মোঃ খোকন মিয়া, যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান বকুল, বিএনপি নেতা মোতালেব হোসেন ও বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

 প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমার রাজনীতি শুরু। আমি আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী হাসিনার বন্দিশালা আয়না ঘরে গিয়েছি।

 তিনি বলেন, আমার চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বিএনপি জোটে থেকে যুগপৎ আন্দোলন সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। তিনি বলেন, আমরা জোটে থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। 

 তিনি বলেন, আমি এবং আমার চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন দেওয়া না হয় সে বিষয়ে কথা বলেছি।

 উঠান বৈঠকের পূর্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমিন বালিয়াকান্দি বাজার, তেতুলিয়া বাজার, বহরপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ