ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার আন্দুলিয়ায় কালিবাড়ী প্রাঙ্গণে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-২৪ ১৫:০৮:৪৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া কালিবাড়ী প্রাঙ্গণে গতকাল ২৪শে ফেব্রুয়ারী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন হয়েছে।
 জানা যায়, গতকাল ২৪শে ফেব্রুয়ারী বগুড়ার পাপিয়া মোহন্ত, নাটরের গীতা রানী সরকার ও কুমারখালীর মাধব দাস বাবাজী ৮ম প্রহর ব্যাপী লীলা কীর্তন পরিবেশন করেন।
 এর আগে গত ২১শে ফেব্রুয়ারী থেকে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞে মাদারীপুরের জয় নিতাই সম্প্রদায়, পাংশার যোগমায়া সম্প্রদায়, মানিকগঞ্জের যুগোল কিশোর সম্প্রদায়, গোপালগঞ্জের কৃষ্ণ প্রিয়া সম্প্রদায়, খুলনার শান্তি মাতা সম্প্রদায়, যশোহরের জয় কৃষ্ণ সম্প্রদায় ও একাদশ পল্লীর হরিবাসর সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করে। আজ ২৫শে ফেব্রুয়ারী মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 
 গত ২১শে ফেব্রুয়ারী থেকে গতকাল ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অতিথি হিসেবে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। এদের মধ্যে ছিলেন, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী প্রান্তোষ কুমার কুন্ডু, নির্মল কুমার কুন্ডু ও চন্ডীচরণ ঘোষ, স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম(হুমায়ুন মাস্টার), মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ কালাম, সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাহার হোসেন, ব্যাংক কর্মকর্তা সুজন মাহমুদ, মনোজিত কুমার বিশ্বাস ও জয়বাবু প্রমূখ।
 মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি শ্যামল কুমার শিকদার, সাধারণ সম্পাদক ভজন কুমার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অসিত কুমার বিশ্বাস ও কোষাধ্যক্ষ নৃপেন বসাক অতিথিদের অভ্যর্থনা জানান। 
 মহানামযজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে আশপাশে বহু দোকানপাট বসে এবং সনাতন ধর্মের নারী-পুরুষ বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তবৃন্দ মনোযোগ সহকারে মহানামযজ্ঞ উপভোগ করেন। ভক্তদের মাঝে দিনেরাতে সবসময় প্রসাদ বিতরণ করে আয়োজক কমিটি।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ