ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে মাটি-বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-২৪ ১৫:১৪:০০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে কোন মাটি’ বালু উত্তোলন করে বিক্রি করলেই কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।

 কোন অবৈধ ব্যবসার সাথে উপজেলা প্রশাসনের কোন আপোষ নেই। এছাড়াও আমরা মাদক নির্মূল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছি। 

 গতকাল ২৪ শে ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাটি খেকো ও মাদককারবারীদের উদ্দেশ্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

 এ সময় তিনি আরও বলেন, কয়েকদিন আগে দৌলতদিয়া পদ্মার চর থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি, বালু উত্তোলনের জন্য বেশ কয়েকটি ড্রাম ট্রাক জব্দ করে মোবাইল কোর্টে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে সতর্ক করে দেয়া হয়। তারা যেন কোন প্রকার মাটি, বালু উত্তোলন করে বিক্রি না করে। এ ব্যাপারে তারা কথা দিয়েছে, মাটি, বালু আর বিক্রি করবেনা। তারপরও যদি তারা এ কাজে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মাহাবুব, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, আসন্ন রমজান উপলক্ষে বাজার দ্রব্যমূল্যের মনিটরিং, খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট, পোড়াভিটাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, চুরি, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে মাদকসেবীদের আড্ডা বন্ধে ব্যবস্থাসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করা হয়।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ