রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী বিকেলে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক-২, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নূর আমীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।