ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০২-২৪ ১৫:২৩:০১

রাজবাড়ীদেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে গতকাল ২৪শে ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

 এর আগে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে সমবেত হয় তারা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।

 এ সময় অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এস.কে হিটু আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মেহেরাব শিকদার, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সদস্য মিরাজুল মাজিদ তূর্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন, ফাতেমা তুজ জহুরা, রাব্বি শেখ, সূর্বণা, আলতাফ মাহমুদ সাগর ও ফাতেমা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ বক্তব্য রাখেন।  

 এ সময় রাজবাড়ী সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু শুনতে পারলাম না যে একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এতে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। কিন্তু সরকার এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বাংলাদেশের আইন এবং সংবিধান এই ধর্ষকদের প্রকৃত শাস্তি মৃত্যুদন্ড দিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলবো আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন। যদি এদেশে আমার মা বোনরা এদেশের আইন এবং সংবিধানের জন্য নিরাপদ না থাকে তাহলে ওই আইন এবং সংবিধান আগুনে পুড়িয়ে দেন। যদি সঠিক বিচার তারা না পায় তাহলে এমন বিচার ব্যবস্থা আমাদের দরকার নেই। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ