ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা ও বালিয়াকান্দি উপজেলার অবৈধ ৭টি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-২৪ ১৫:২৩:৪৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৬টি ও বালিয়াকান্দি উপজেলার ১টি অবৈধ ইটভাটায় গত ২৩ ও ২৪শে ফেব্রুয়ারী অভিযান চালিয়ে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করাসহ অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ জানান, গত ২৩শে ও ২৪ শে ফেব্রুয়ারী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদের উপস্থিতিতে পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

 এ সময় মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে পাংশা উপজেলার চরঝিকড়ি এলাকার জে.এস.বি ব্রিকস্ এর মালিক সুজন মল্লিককে ৭৫ হাজার টাকা, হাবাসপুর চরপাড়া এলাকার এস.কে.বি ব্রিকস্ এর মালিক মোঃ আরিফকে ৫০ হাজার টাকা, পারভেল্লাবাড়িয়ার ডব্লিউ আই জেড ব্রিকস্ এর মালিক মোঃ ইদ্রিস আলী মন্ডলকে ২ লাখ টাকা, পারভেল্লাবাড়িয়া এমএন্ডবি ব্রিকস্ কে ১ লাখ ৫০ হাজার টাকা, বাবুপাড়া এলাকার হাজারাপাড়ার আরএন্ডবি ব্রিকস্ কে ১ লাখ টাকা ও দলাগিলা এলাকার কেএন্ডএস ব্রিকস্ এর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 এছাড়াও গতকাল ২৪শে ফেব্রুয়ারী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ডাঙ্গাহাতিমোহন গ্রামের এম.এস.ডি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মোঃ আইনালকে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 একইসাথে ওই ৭টি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এছাড়াও  ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।

 মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন।

 পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ বলেন, ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ